RSS Feed

Tag Archives: bengali

ভয়ের ভাষা

Posted on

ভয়ের হয় এ এক ভাষা
যত তাড়া তত আসা

তবে সাহস কেমনে এরে দেওয়া যায়?

সন্ধ্যাতারা আকাশেতে করে শুধু জ্বল-জ্বল,
দিন উঠলেই তার আসন হয় টলমল
তবু সে যুগ-যুগান্ত ধরে
আসে আর যায় মোদেরই মাঝ ছেড়ে

এমনি চলে দুনিয়ার খেলা,
এর জুড়ি আছে কত মেলা

প পরা,
ইতি চ।

Advertisements

ভাবের অভাব

Posted on

ষদি হয় ভাবের অভাব,
অ-ভাব কেমনে তারে কওয়া যায়?

স্বভাবের-এ এক বড় জ্বালা
কুভাব সঙ্গ নাছোড়-বান্দা।

সুভাব যদিবা, কখনও এসেও যায়
মত্ত-ভাবের জেনো আর দেরি নয়!

সব শেষেতে হল সাঙ্গ
বল নিতাই, ভজ গৌরাঙ্গ॥

“মন তুমি কার?”

Posted on

“মন তুমি কার?”
– যে করে পূর্ণ আমার সাধ
নহিগো আমি তারও সাথ

“অধরা কি তবে তোমার স্বভাব?”
– সত্য সে বচন

“শীতের রাতে কি হয় এর প্রতিকার?”
– শীতে হয় শীত, আর গরমেতে গরম। ক্ষণিক র্বষা আসে নেমে যখন হয় সেই ক্ষণ। শরত-এতে আকাশ-বাতাস ভরে মায়ের নামে, এসব তাঁরই ইচ্ছে বলে মুনি-জনে। আমি এক তুচ্ছ, গতই ই যার গত। ধরা, বসা, থাকা নহেগো আমার সদ। সত্যসন্ধানী আমি ‘সত্য’ যাহার নাম। যুগযুগ ধরে ‘সেই’ আমি এক আনন্দ ধাম।|